ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বার্সার জার্সিতে ৬০০ গোলের রেকর্ড গড়লেন মেসি


৩ মে ২০১৯ ০১:০৯

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে বার্সা। আর তারই মধ্য দিয়ে অনন্য এক কীর্তিতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এই নিয়ে বার্সার জার্সিতে ৬০০ গোলের রেকর্ড গড়লেন মেসি।

ম্যাচের ২৬ তম মিনিটে জর্দি আলবার নিচু পাস থেকে দুর্দান্ত এক ডাইভে গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজ। এরপর ৭৫ তম মিনিটে সুয়ারেজের শট বারে লেগে ফিরে এলে ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন বার্সা অধিনায়ক। ৮২তম মিনিটে ম্যাচে ফিরতে মরিয়া লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি। ৩০ গজ দূরে থেকে নেওয়া বাঁ পায়ের বাঁকানো শটে যে গোলটি বার্সা অধিনায়ক করলেন তা ফুটবল ভক্তদের চোখে অনেকদিন লেগে থাকবে সন্দেহ নেই। এই গোলেই বার্সার হয়ে তার ৬০০ গোলের মাইলফলক ছোঁয়া হয়ে যায়।

আগামী বুধবার (৮ মে) অ্যানফিল্ডে অনুষ্ঠেয় দ্বিতীয় লেগে বার্সেলোনাকে আতিথ্য দেবে লিভারপুল।


নতুনসময়/এনএইচ