বাংলাদেশের বিশ্বকাপ জার্সি চূড়ান্ত

বিশ্বকাপ শুরুর ক্ষণ গণনা চলছে। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সির আদলে করা হয়েছে ইংল্যান্ড বিশ্বকাপের জার্সি।
ডিজাইনে নতুনত্ব এনে আকর্ষণীয় করার চেষ্টা করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইন। বাংলাদেশ দল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবার আগে বিসিবি বিশ্বকাপ জার্সি উন্মোচন করবে।
ক্রিকেটারদের দেশাত্মবোধ ফুটে ওঠে গর্বের এই লাল-সবুজ জার্সিতে। তাই তো বাংলাদেশের বিশ্বকাপের জার্সি কেমন হবে এ নিয়ে সমর্থকদের মাঝে আগ্রহ সীমাহীন।
এবারই প্রথম বাংলাদেশের রেপ্লিকা জার্সি বিক্রি করার স্বত্ত্ব পেয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইন। গেলো ক'বছর ধরে তারাই তৈরী করে আসছে জাতীয় দলের জার্সি। নকল জার্সিতে পুরো দেশ সয়লাব। তবে এবার দর্শকরা নিতে পারবেন আসল জার্সি। দামটাও থাকছে ক্রয় ক্ষমতার মধ্যে।
নতুনসময়/এনএইচ