ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বিশ্বকাপের স্কোয়াডে না থাকা প্রসঙ্গে যা বললেন ইমরুল কায়েস


১৭ এপ্রিল ২০১৯ ২২:৫৮

ফাইল ছবি

ইমরুল কায়েস হয়তো বাংলাদেশের বিশ্বকাপের দলে থাকবেন না সেটা দল ঘোষণার আগেই এই খবর ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কায়েসের নাম দিয়ে বিভিন্ন গুজব ছড়ানো। সেই গুজবের প্রতিবাদ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

গত কয়েকদিন ধরে ফেসবুকে অনেকের পোস্টে দেখা যাচ্ছে যে বিশ্বকাপের দলে জায়গা না পেলে কায়েস ক্রিকেট থেকে অবসর নিবেন। গতকাল দল ঘোষণার পর থেকে আবার দেখা যায় নিজেকে ক্রিকেটার হিসেবে পরিচয় দিতে লজ্জা করে এমন একটি বার্তা ছড়ানো হয় এই বাঁহাতি ব্যাটসম্যানের নাম ব্যবহার।

বুধবার সকালে (১৭ এপ্রিল) কায়েস তার ভেরিফাইড ফেসবুক পেইজে এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করে একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট করেছেন যে তার নামে ছড়ানো ওইসব কথা গুজব ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ ক্রিকেটে সামান্য অবদান রাখতে পারলেও নিজেকে স্বার্থক মনে করেন তিনি।

কায়েস তার বার্তায় লেখেন, ‘আমি একটা জিনিস কয়দিন যাবৎ লক্ষ্য করছি আমাকে নিয়ে অনেকে পোস্ট করছেন আমি নাকি ক্রিকেট থেকে অবসরে যাবো। এটা সত্যি আমার জন্য অনেক দুঃখজনক, এই খবরগুলো। আমার ১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে আমি সব সময় দেশ ও দেশের মানুষকে ভালো কিছু দেয়ার চেষ্টা করছি। কখনো আল্লাহর রহমতে সফল হয়েছি, কখনো আবার ব্যর্থ হয়েছি। তবে যদি বাংলাদেশ ক্রিকেটে এক শতাংশও কিছু দিতে পেরে থাকি তো আমি নিজেকে স্বার্থক মনে করি।’

তিনি আরো বলেন তার ভালোবাসার জায়গা ক্রিকেটকে শুধু বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়ার জন্য ছাড়তে পারেন না। বাংলাদেশ ক্রিকেটের সাথে এগিয়ে যাওয়ার জন্য সকলের দোয়া চেয়েছেন তিনি। এই বাঁহাতি ব্যাটসম্যান তার সকল ভক্ত ও সেই সাথে সমালোচকদেরও ধন্যবাদ জানিয়েছেন।