ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


ঢাবির ছাত্রীকে বিয়ে করছেন মুস্তাফিজ


২১ মার্চ ২০১৯ ২২:১৪

এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারখ্যাত মুস্তাফিজের বিয়ের বিষয়টি তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, এরই মধ্যে বিয়ের কেনাকাটাও শেষ হয়েছে। শুক্রবার এই বিয়ে অনুষ্ঠিত হতে পারে।

মুস্তাফিজের পারিবারিক সূত্রটি এর বেশি কথা বলতে রাজি হননি। কারণ তিনি নিজেই চান না তার বিয়ের বিষয়টি নিয়ে হইচই হোক।
তবে জোর গুঞ্জন, পাত্রী তার নিজ জেলা সাতক্ষীরার। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)।

২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করে সাড়া ফেলে দেন ক্রিকেট বিশ্বে। এখন পর্যন্ত তিনি ৪৩টি ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।