ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


কাতালানদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ


১৮ মার্চ ২০১৯ ০১:৫৮

ফাইল ছবি

অ্যাথলেটিক বিলবাও এর কাছে ২-০ গোলে হেরে কাতালানদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তবে দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে খালি পোস্টে বল জড়িয়ে বিলবাওকে এগিয়ে নেন ইনাকি উইলিয়ামস।

৮৫ মিনিটে কিনান কোদ্রো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিলবাও।

উল্লেখ্য, ২০১৩ সালের পর থেকে অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষে ১১ ম্যাচে অপরাজিত ছিল দিয়েগো সিমিওনির দল। অবশেষে তাদের অপরাজিত থাকার যাত্রা ভঙ্গ করে দিল বিলবাও।