ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে যা বললেন মাশরাফি


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৭

ফাইল ফটো

ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মাঠে গড়ানো ম্যাচে আগের ম্যাচের মতোই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টাইগারদের সংগ্রহ ২২৬, ফলাফল- ৮ উইকেট হাতে রেখেই নিউজিল্যান্ডের সহজ জয়।

এমন বাজে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। তার মতে, টপ অর্ডারের রান না পাওয়া আর জুটি না গড়তে পারাই হারের কারণ।

মাশরাফির বলেন, 'আমরা শুরুতেই উইকেট হারিয়েছি। আমাদের গড় জুটি হয়েছে ৩০ রানের, যেখানে ৬০ হতে পারতো আর তাহলে ম্যাচের ফলাফলও ভিন্ন হতে পারতো। আমাদের টপ অর্ডারকে আরও এগিয়ে আসতে হবে।'

কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুই ম্যাচ থেকে খুব একটা ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন না মাশরাফি। হোয়াইট ওয়াশ এড়াতে  তিনি বলেন, 'এই ম্যাচগুলো থেকে খুব বেশি ইতিবাচক কিছু পাইনি। আমাদের একটা গ্রুপ হয়ে খেলতে হবে। আজকের দিনটি কঠিন ছিল। আমরা দ্রুতই উইকেট হারিয়েছি। ইনিংসে ৩০-৩২ রানের জুটি হলেও এগুলো যদি ৬০ রানে গিয়ে ঠেকত তাহলে হিসাবটা অন্যরকম হতো। তাই টপঅর্ডারকে দায়িত্ব নিতে হবে এবং স্কোরবোর্ডে আরো কিছু রান করতে হবে।'