ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


তামিমকে ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করতে চান আফ্রিদি


৩১ জানুয়ারী ২০১৯ ০১:৪২

তামিমকে ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করতে চান আফ্রিদি

চিটাগং ভাইকিংসকে মঙ্গলবার ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃষ্টিতে ১৯ ওভারে নেমে আসা ওই ম্যাচে চিটাগংয়ের ১১৭ রানের লক্ষ্য তামিম ইকবালের ৫৪ রানের অপরাজিত ইনিংসটির সুবাদে সহজেই টপকে যায় কুমিল্লা। তবে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

তবে, তামিমের দুর্দান্ত ওই ইসিংসের জন্য নিজের ম্যাচ সেরার পুরস্কার ড্যাসিং ওপেনার তামিমকে উৎসর্গ করতে চান আফ্রিদি। কেননা পাকিস্তানি এই অলরাউন্ডারে চোখে ম্যাচ সেরা তামিমই। তাই তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন।

আফ্রিদি বলেন, ‘আমি আমার ম্যাচ সেরার পুরষ্কার তামিমকে দিব। কেননা ভালো শুরু খুব গুরুত্বপূর্ণ। যা তামিম এনে দিতে সক্ষম হয়েছে।’

এদিকে, টানা জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দল হিসেবে পারফর্মেন্স করতে পারায় দারুণ খুশি আফ্রিদি। তাছাড়া ভালো খেলতে হলে পারফর্মেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার বিকল্প দেখছেন না তিনি। দলে যদি লেগ স্পিন, গুগলি ও ফ্লিপার করার মতো বোলার থাকে তবে তা কাজে দিবে বলে বিশ্বাস আফ্রিদির।

/এ আই