ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বিপিএলে চমকের পর চমক!


১৪ জানুয়ারী ২০১৯ ০৪:২৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ষ্ঠ আসর চমকের পর চমক উপহার দিয়ে যাচ্ছে। রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৭ নম্বর থেকে প্রমোশন নিয়ে উঠলেন তিনে। তারপর সোজা ওপেনিং! আবার সবাইকে অবাক করে দেশসেরা ওপেনার তামিম ইকবাল সেদিন কুমিল্লার জার্সিতে নেমে পড়লেন তিন নম্বরে! আজ রবিবার আরও বড় চমক দিল রংপুর রাইডার্স।

দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের দেওয়া রান তাড়া করতে নামা রংপুর রাইডার্সের ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে দেখা গেল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে! তবে দুই ওপেনারের জুটিটা জমে উঠতে পারেনি। প্রথম ওভারেই ০ রানে কামরুল ইসলামের শিকার হন মাশরাফি। সেই কামরুলের বলেই সৌম্য সরকারের তালুবন্দি হন ১৪ বলে ২ চার ২ ছক্কায় ২৩ রান করা ক্যারিবীয় দানব ক্রিস গেইল। ৩১ রানে ২ উইকেট হারানো রংপুরকে টানছেন মোহাম্মদ মিঠুন আর রাইলি রুশো।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তোলে রাজশাহী কিংস। শুরুতেই রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (০) এবং সৌম্য সরকারকে (১৮) ফিরিয়ে বড় ধাক্কা দেন মাশরাফি। চাপে থাকা রাজশাহী কিংসকে পথ দেখায় হাফিজ-জাকিরের জুটি। ভুল বোঝাবুঝিতে হাফিজ (২৬) রান-আউট হলে ৪৪ রানের জুটি ভাঙে। জাকির হাসান অপরাজিত থাকেন ৩৬ বলে ২ চার ১ ছক্কায় ৪২ রানে। ২০ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩৫ রান।