ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


৫০৮ রানে অল-আউট বাংলাদেশ


২ ডিসেম্বর ২০১৮ ০৩:২১

ফাইল ফটো

উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনের শেষ সেশনে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। শনিবার মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫০৮ রানে অল-আউট হয়েছে স্বাগতিকরা। মাহমুদউল্লাহর ১৩৬ রানের পাশাপাশি সাকিব করেন ৮০ রান, অভিষিক্ত সাদমান ৭৬ এবং লিটন দাস খেলেন ৫৪ রানের ইনিংস। উইন্ডিজের ওয়ারিক্যান, কেমার রোচ, দেবেন্দ্র বিশু আর ব্র্যাথওয়েট ২টি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় দিনের খেলা শুরুর পর সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি মিস করা অধিনায়ক খেলেছেন ১৩৯ বলে ৬ বাউন্ডারিতে গড়া ৮০ রানের ইনিংস। অধিনায়কের বিদায়ের পর ৮৮ বলে ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলে ফেরার সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন লিটন দাস। ৫০ বলে ৮ চার ১ ছক্কায় তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৪র্থ হাফ সেঞ্চুরি। তবে ৫৪ রানেই থামতে হয় তাকে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ১৮ রান করে সাজ ঘরে ফেরেন তিনি।

তাইজুলর সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। এক ম্যাচের ব্যাবধানে আবারও সেঞ্চুরি হাঁকান তিনি। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো তিন অংকে পৌঁছতে মাহমুদউল্লাহ খেলেছেন ২০৩ বল, হাঁকিয়েছেন ৬টি বাউন্ডারি। ২৬ রান করা তাইজুল ব্র্যাথওয়েটের শিকার হলে ভাঙে এই জুটি। নঈম-মাহমুদউল্লাহ শেষ উইকেট জুটিতেও আসে ৩৬ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে ২৪২ বলে ১০ বাউন্ডারিতে ১৩৬ রানের খেলে মাহমুদউল্লাহ ওয়ারিক্যানের বলে বোল্ড হলে ৫০৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।