ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি মিস করলেন সাকিব


১ ডিসেম্বর ২০১৮ ২১:৫৪

ফাইল ফটো

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি মিস করলেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের দিন ব্যক্তিগত ৭৬ রানে প্যাভিলিয়নে ফেরেন সাদমান ইসলাম। ফলে ২৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেনতিনি।

শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে কেমার রোচের বলে শাই হোপের তালুবন্দি হওয়ার আগে সাকিব খেলেছেন ১৩৯ বলে ৬ বাউন্ডারিতে গড়া ৮০ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস। অধিনায়কের বিদায়ের সঙ্গে ভাঙল ১১১ রানের ৬ষ্ঠ উইকেট জুটি

শুক্রবার প্রথম দিনশেষে ৫ উইকেটে ২৫৯ রান তুলেছিল টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ। ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া সাকিব অপরাজিত ছিলেন ৫৫ রানে। তার সঙ্গী মাহমুদউল্লাহ ৩১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এছাড়া সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিঠুন ২৯, মুশফিক ১৪ এবং সাদমান ৭৬ রান করে আউট হন।