প্রচ্ছদ লাইফ স্টাইল সুবাইতা সোয়াত (জারা)’র দ্বিতীয় জন্মদিনের শুভেচ্ছা লাইফ স্টাইল স্টাফ করেসপন্ডেন্ট ১৮ জানুয়ারী ২০২০ ০২:১১ আজ সুবাইতা সোয়াত (জারা)’র দ্বিতীয় জন্মদিন। নতুন সময় টেলিভিশন পরিবারের পক্ষ থেকে জারাকে জন্মদিনের ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের এই দিনে পিতা আবু জাফর ও মাতা সুরাইয়া তানজীম মৌ’র কোল আলো করে সুবাইতা সোয়াত (জারা) জন্ম নেয়।