হৃদয়স্পর্শী 'মা' হরিণ
'হৃদয়স্পর্শী 'মা' শব্দের সঙ্গে অন্য কোনো শব্দের তুলনা হয় না' আল্লাহ্ পাকের সেরা সৃষ্টি মায়ের মতো আপন কেউ নেই, কেউ হতেও পারে না। এখানে ঠিক এমনটাই ছবির মধ্যে মা হরিন করেছেন।
এক দল চিতা, মা হরিণ আর তার দুই বাচ্চাকে ধাওয়া করে। বাচ্চাদের নিয়ে প্রাণপণ দৌঁড়াতে থাকে মা হরিন। মা হরিণটা খুব সহজেই চিতাগুলোর থেকে দৌড়ে পালিয়ে যেতে পারতো। কিন্তু তা না করে সে নিজেকে বলি দেয় যাতে তার বাচ্চা দুইটা পালিয়ে যেতে পারে।
ছবিটায় দেখা যাচ্ছে মা হরিণটা তার বাচ্চাদের পালিয়ে যেতে দেখছে চিতার খাবারে পরিণত হতে হতে। চিতারা তাকে খেতে শুরু করেছে। মা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাচ্চাদের দিকে।
মায়েরা হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন - তিনিই অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম ও মা হিসেবে সর্বত্র পরিচিত। অথচ সে মায়েরা প্রতিনিয়ত সন্তানদের জন্য নিজেকে বলি দেয়।নতুনসময় পরিবারে পক্ষথেকে পৃথিবীর সকল মাকে সহ এই মা হরিনটির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা।
আরআইএস