ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার রায় আজ, কঠোর নিরাপত্তা


২০ জানুয়ারী ২০২০ ২১:৪৮

সংগৃহিত

রাজধানীর পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা মামলার রায় আজ সোমবার ঘোষণা করবে আদালত। ইতিমধ্যে মামলার চার আসামিকে আদালতে আনা হয়েছে। রায় ঘোষণা উপলক্ষে আদালতপাড়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আলম চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করবেন।

১৯ বছর আগে ২০০১ সালের ২০ জানুয়ারি একইদিন এই বোমা হামলার ঘটনা ঘটে। যে ঘটনায় পাঁচজন নিহত হন। আর সেই দিনেই রায় ঘোষণা করতে যাচ্ছে আদালত।

ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার বলেন, আমরা রাষ্ট্রপক্ষ মনে করি সাক্ষ্য-প্রমাণ দ্বারা এ মামলার অভিযোগ আসামিদের বিরুদ্ধে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই পলাতক এবং আটক সকল আসামির মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা করছি।

মামলাটিতে মোট আসামি ১৩ জন। তারা হলেন- মুফতি আব্দুল হান্নান, মুফতি মাঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মো. মশিউর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আব্দুল হাই, মুফতি শফিকুর রহমান, রফিকুল ইসলাম মিরাজ ও নুর ইসলাম।

আসামিদের মধ্যে আবদুল হান্নানের ব্রিটিশ হাই কমিশনার হত্যা মামলায় ফাঁসি কার্যকর হওয়ার পর তাকে অব্যাহতি দিয়েছে আদালত। অপর আসামিদের মধ্যে শওকত ওসমান, সাব্বির আহমেদ, আরিফ হাসান সুমন ও মঈন উদ্দিন কারাগারে আছেন। কারাগারে থাকা আসামিরা সবাই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি এবং ওই মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবির সমাবেশে দুর্বৃত্তদের বোমা হামলায় পাঁচজন নিহত এবং ২০ জন আহত হন।

নিহতরা হলেন- খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার সিপিবি নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক নেতা আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিক নেতা আবুল হাসেম ও মাদারীপুরের মুক্তার হোসেন, খুলনার বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস।

ওই ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মঞ্জুরুল আহসান বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

নতুনসময়/আইএ