প্রধানমন্ত্রীর নির্দেশে কারামুক্ত হলেন ১৪২ জন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লঘু অপরাধে বিভিন্ন মামলায় কারাবন্দি আসামিদের ‘অপরাধ স্বীকার করার ভিত্তিতে’ মুক্তির ব্যবস্থা নিয়েছে কারাগার কতৃপক্ষ। এ ব্যবস্থায় সকল আইনি প্রক্রিয়া শেষে ১৪২ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামি মুক্তি পেয়েছেন। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বিষয়টি জানিয়েছেন।
সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে লঘু অপরাধের আসামিদের কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে। সকল আইনি প্রক্রিয়া শেষে সিলেট কারাগার থেকে আজ ১৪২ জনকে মুক্তি দেওয়া হলো। পর্যায়ক্রমে দেশের সকল কারাগারে এই প্রক্রিয়া অব্যহত থাকবে।
এমঅার