ঢাকা বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


রাফাল যুদ্ধবিমানের প্রথম বহর হাতে পেয়েছে ইন্দোনেশিয়া


২৮ জানুয়ারী ২০২৬ ১২:২৬

সংগৃহীত

আলোচিত রাফাল যুদ্ধবিমানের প্রথম বহর হাতে পেয়েছে ইন্দোনেশিয়া। ফ্রান্স থেকে উড্ডয়ন করে দেশটির সুমাত্রা দ্বীপের একটি বিমান ঘাঁটিতে পৌঁছেছে তিনটি রাফাল ফাইটার জেট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

 

দু'দেশের চুক্তি অনুসারে ফ্রান্সের দা-সো এভিয়েশনের কাছে ৪২টি রাফাল যুদ্ধবিমানের অর্ডার দেয় ইন্দোনেশিয়া। 

 

এছাড়াও, চুক্তি হয় ফ্রিগেট ও সাবমেরিন বিক্রয়ের। চলতি বছরের শেষ দিকে আরও বেশকয়েকটি রাফাল যুদ্ধবিমান যুক্ত হবে ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর বহরে। 

 

ফরাসী প্রতিষ্ঠান দা-সো অ্যাভিয়েশনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অত্যাধুনিক ফাইটার জেট রাফাল। শব্দের চেয়েও এক দশমিক আট গুণ বেশি গতিতে ছুটতে পারে আকাশযানটি। ভারত, মিসর, কাতার, ক্রোয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশের কাছে রয়েছে এই যুদ্ধযান।