ঢাকা বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি


২৮ জানুয়ারী ২০২৬ ১২:২১

সংগৃহীত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তা।

 

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

জনপ্রশাসনের কর্মকর্তা সূত্রে জানা গেছে, বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। ৪০৭ জনের মধ্যে ১১৮ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হলো।

 

পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

 

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের বরাবর অথবা নির্ধারিত ই–মেইলে যোগ দেবেন।