ঢাকা বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


চট্টগ্রামে বিএনপি-জামায়াত সমর্থকদের ধাওয়া পাল্টা-ধাওয়া


২৮ জানুয়ারী ২০২৬ ১২:২৪

সংগৃহীত

চট্টগ্রাম নগরীর খুলশিতে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নগরীর আম বাগান এলাকায় এ ঘটনা ঘটে।  

 

তবে এ ঘটনায় পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই দলের নেতারা। বিএনপি জানায়, জামায়াত সমর্থকেরা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ অফিসে ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে। নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা বলে দাবি করেছেন জামায়াত। এতে দলের ৭ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।