ভোটে যত চ্যালেঞ্জ
চব্বিশের গণঅভ্যুত্থানে বদলে যাওয়া প্রেক্ষাপটে দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনমনে ভোটের আকাঙ্ক্ষা তীব্র, রাজপথেও উত্তাপ কমেনি। বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হুংকার আর জোট ও ভোটের ঐক্যের সমীকরণ মিলিয়ে এবারের নির্বাচন যতটা প্রত্যাশার, ঠিক ততটাই চ্যালেঞ্জের।
তফসিলের পরেই সম্ভ্যাব্য প্রার্থী হত্যা, স্বেচ্ছাসেকদল নেতা খুনের ঘটনায় ইতোমধ্যে ছড়িয়েছে আতঙ্ক। প্রচার শুরু হতেই কেরাণীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা পরিস্থিতি আরও জটিল করেছে।
বিশ্লেষকরা বলছেন, ভোটের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করা।
নির্বাচন বিশ্লেষক ড আব্দুল আলীম বলেছেন, এক নম্বরে হলো আইনশৃঙ্খলা। কারণ, এখানে যার সুযোগ আছে, সে শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। এটা একেবারে '৭৩ থেকে আমরা দেখে আসছি। ইসির দুর্বলতাও কিন্তু বিরাট পয়েন্ট। কারণ তারা ওই রকম অবস্থায় থাকতে পারে নাই। অনেক কিছু যদি না পারি, তাহলে মুখে বলতে হয় না।
