২ বছরের শিশুকে আটক করলো যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশ
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা আটক করে ২ বছরের এক শিশুকন্যাকে। তবে শুক্রবার বিকেলে শিশুটিকে আবার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে—বলেন পরিবারের আইনজীবী। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১টার দিকে এলভিস টিপান-এচেভেরিয়া ও তার ২ বছরের মেয়ে দোকান থেকে ফিরছিলেন। তখনই আইসিই সদস্যরা তাদের আটক করেন। পরিবারের আইনজীবীরা অভিযোগ করেছেন, আইসিই সদস্যদের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না।
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ওই দিনই বাবাসহ ওই শিশুকে আটক করে টেক্সাসে পাঠিয়ে দিয়েছেন তারা।
শিশুটির বাবা এলভিস টিপান-এচেভেরিয়া এখনো ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে রয়েছেন বলে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিএনএনকে জানান পরিবারের আইনজীবী কিরা কেলি।
আদালতের নথিতে উল্লেখ করা হয়, বাবা ও মেয়ে দুজনই ইকুয়েডরের নাগরিক। নথি অনুযায়ী, শিশুটি নবজাতক অবস্থায় যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই মিনিয়াপলিসে বসবাস করছে এবং তার একটি আশ্রয় আবেদন বিচারাধীন রয়েছে।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মিনিয়াপলিসে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযান ঘিরে ক্ষোভ বাড়ছে। চলতি সপ্তাহেই মিনিয়াপলিসে নিজ বাড়ির ড্রাইভওয়ে থেকে পাঁচ বছর বয়সী শিশু লিয়াম কোনেহো রামোসকে ফেডারেল এজেন্টরা তুলে নেয়। পরে তাকেও বাবার সঙ্গে টেক্সাসের একটি পারিবারিক আটক কেন্দ্রে পাঠানো হয়, যেখানে তারা এখনো আটক রয়েছেন।
