ঢাকা শনিবার, ২৪শে জানুয়ারী ২০২৬, ১২ই মাঘ ১৪৩২


কারাগারে প্রেম ভারতীয় খুনের আসামি জুটির, বিয়ের জন্য পেয়েছেন প্যারোলে মুক্তি


২৪ জানুয়ারী ২০২৬ ০৯:৩৬

সংগৃহীত

কারাগার থেকে দুই জনের পরিচয়, এরপরেই পরিণয়। অবশেষে এই খুনের আসামি জুটি বিয়ের পিঁড়িতে বসেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যে। নারী আসামি প্রিয়া শেঠ দণ্ডপ্রাপ্ত একটি খুনের দায়ে এবং প্রসাদের ঘাড়ে রয়েছে ৫টি খুনের দায়। তার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। কারাবাসের ৬ মাসের মাথায় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। বিয়ে উপলক্ষে ১৫ দিনের জন্য তাদের প্যারোলে মুক্তিও দিয়েছে রাজস্থানের আদালত।

 

যেভাবে খুনের সঙ্গে জড়িত হলেন এই জুটি:

 

প্রিয়া শেঠ ২০১৮ সালের ২ মে তার প্রেমিক ও আরেক সহযোগীর সহায়তায় দুষ্যন্ত শর্মা নামের একজনকে হত্যা করেন। যদিও তাকে হত্যার বদলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল। আবার এই টাকা দিয়েই তার প্রেমিকের ঋণ পরিশোধ করতে চেয়েছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী দুষ্যন্ত শর্মার সঙ্গে বন্ধুত্ব করে একটি ফ্ল্যাটে ডাকেন তারা। তার বাবার কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু কোনোমতে ৩ লাখ টাকা জোগাড় করে তা পাঠান। তবে তাদের ভয় ছিল, ছেড়ে দিলে পুলিশকে বলে দিতে পারে। এই আশঙ্কায় তাকে হত্যা করেন। পরে তারা গ্রেফতার হন।

 

আর অন্যদিকে, পাঁচ খুনের দায়ে দণ্ডিত হনুমান প্রসাদেরও খুনের ঘটনা ভয়াবহ। তিনি তার প্রেমিকার স্বামী ও সন্তানদের হত্যা করেন। বয়সে বড় প্রেমিকা ছিলেন একজন খেলোয়াড়। ২০১৭ সালের ২ অক্টোবর রাতে প্রেমিকা তাকে ডাকেন স্বামী ও সন্তানদের মেরে ফেলার জন্য। এরপরেই এক সহযোগীকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করলে সন্তানেরা জেগে উঠলে তাদেরকেও হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড গোটা এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল।