পাকিস্তানে বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণে ৫ জনের মৃত্যু
বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। খবর রয়টার্স।
গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির দেরা ইসমাইল খান শহরে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরও ১০ জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
দেরা ইসমাইল খান পিস কমিটির প্রধান নুর আলম মেহসুদের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। এই সংগঠনে রয়েছে আত্মসমর্পণকৃত তালেবানের সদস্যরা। তবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
সম্প্রতি অঞ্চলটিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান-টিটিপির তৎপরতা বেড়েছে। পরপর বেশ কয়েকটি হামলার ঘটনায় নাম এসেছে জঙ্গি সংগঠনটির। টিটিপিকে সমর্থন দেয়ায় আফগানিস্তানকে দায়ী করে পাকিস্তান। অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তান। দাবি, নিরাপত্তা ইস্যু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।
