মানুষ পরিবর্তন চায়, এখন দেশ গড়ার পালা: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দেশ গঠনের পালা৷ প্রত্যেকটি সেক্টর ধ্বংস৷ পুনরায় প্রতিষ্ঠানগুলো নির্মাণ করতে হবে৷ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মানুষ যেন ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে৷ ৫ আগস্টের পর সারা বাংলাদেশে মানুষ পরিবর্তন চায়। দেশ পুনর্গঠনে মানুষের ভোটে নির্বাচিত সরকার দরকার।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান ও দক্ষ শ্রমিক সৃষ্টি, খেলায়াড় তৈরি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের মতো প্রতিশ্রুতি-ও তুলে ধরেন তারেক রহমান।
এর মধ্যে ফ্যামিলি কার্ডের সুবিধার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। এজন্য বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেছেন, অতীতে ধানের শীষকে যতবার নির্বাচিত করা হয়েছে, ততবার দেশের উন্নয়ন হয়েছেন। সমগ্র বাংলাদেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
