দুপুরে বিসিবির সভায় যেসব বিষয়ে আলোচনা হতে পারে?
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই বৈঠক।
সভার প্রধান আলোচ্য বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গ। আইসিসি ইতিমধ্যেই বিসিবির ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার প্রস্তাব নাকচ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের পর বিসিবি এবং সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভারত সফরে যাবে না বাংলাদেশ।
এদিকে, শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে ইচ্ছুক বাংলাদেশ। তবে বিসিবি এখন স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। বিসিবির আজকের সভায় এই আইনি প্রক্রিয়ার অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
অন্যদিকে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় গতকাল পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোখলেছুর রহমান শামীম। আজকের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ এবং শূন্য পদ পূরণের বিষয়েও কথা হতে পারে।
