তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ফাইনালে ওপেনার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির ওপর ভর করে চট্টগ্রাম ওয়ারিয়র্সকে ১৭৫ রানের লক্ষ্য দিলো রাজশাহী রয়্যালস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদের ঝড় ও সাহিবজাদার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে সাজঘরে ফিরেন ফারহান।
আরেক ওপেনার তানজিদ শতক পূর্ণ করেই ১৯তম ওভারের শেষ বলে আউট হন। ততক্ষণে বড় সংগ্রহের দিকে চলে যায় রাজশাহী। তানজিদকে হারিয়ে দলটির স্কোরবোর্ডের হিসাব তখন ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান।
আর এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।
