চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ
জাবি আলোনসোকে বরখাস্ত করার পর ভক্তদের মনে নতুন কোচ আলভারো আরবেলোয়াকে নিয়ে ছিলো শঙ্কা। তবে সব সমালোচনাকে কটাক্ষ করে চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে লস ব্লাঙ্কোসরা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষের জালে একে একে ৬টি গোল করে রিয়াল মাদ্রিদ। অপরদিকে, মাত্র একটি গোল পরিশোধ করতে সক্ষম হয় সফরকারীরা।
দলের হয়ে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এক গোল ও দুই অ্যাসিস্ট আসে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। একটি করে গোল করেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জুড বেলিংহ্যাম।
চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ তিন ম্যাচে দুই হারের পর শীর্ষস্থানের লড়াইয়ে বেশ পিছিয়ে ছিলো রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫ মিনিটেই এমবাপ্পের পায়ে শুরু হয় গোল উৎসব। এরপর ম্যাচের ২৬ মিনিটে, ফরাসি তারকার জোড়া গোল পূর্ণ করার পর প্রথমার্ধেই ২-০ লিড নেয় রিয়াল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ষষ্ঠ মিনিটের মাথায় দলের ব্যবধান ৩-০ করেন মাস্তানতুয়োনো। ডি-বক্সে তাকে অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র। অ্যাঙ্গেল শটে দূরের পোস্ট বল লক্ষ্যে পাঠান মাস্তানতুয়োনো। এরপর ৫৫তম মিনিটে গোলমুখে ভিনিসিয়ুসের পাস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন টিলো কেহরাহ। এরপর ৬৩তম মিনিটে গোলের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়র। আট মিনিট পর নিজেদের ভুলে একটি গোল হজম করে রিয়াল।
ম্যাচের ৮০তম মিনিটে রিয়ালের হয়ে মোনোকোর কফিনে শেষ পেরেকটি ঠুকেন জুড বেলিংহ্যাম। তাতে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
