যুদ্ধের ইতি টানতে আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের বৈঠক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় চার বছর পর, প্রথমবারের মতো ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে অংশ নেবেন তিন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
ক্রেমলিন নিশ্চিত করেছে, মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকের পরই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের তিনজন প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারাড কুশনার।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, মস্কোর আলোচনা ছিল ‘সব দিক থেকেই ফলপ্রসূ’। তবে ক্রেমলিন স্পষ্ট করেছে, ভূখণ্ডগত বিরোধ নিষ্পত্তি না হলে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি সম্ভব নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি আবুধাবির এই আলোচনাকে যুদ্ধ শেষ করার জন্য একটি আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে তিনি স্বীকার করেন, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে বিরোধ এখনো সবচেয়ে বড় বাধা।
