ঢাকা শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬, ৫ই মাঘ ১৪৩২


ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ


১৭ জানুয়ারী ২০২৬ ২০:৪৫

সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বর্তমানে বিমানটির সাথে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এ তথ্য জানায়।

 

শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল। নিখোঁজ হওয়ার সময় 'এটিআর-৪২-৫০০' মডেলের ফ্লাইটটি জাকার্তা থেকে মাকাসার অভিমুখে যাচ্ছিল বলে জানা যায়।

 

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে।

 

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে, দক্ষিণ কালিমানতান প্রদেশ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সবাই নিহত হন।