ঢাকা শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬, ৫ই মাঘ ১৪৩২


হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি


১৭ জানুয়ারী ২০২৬ ২০:৩৪

সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে ইসি।

 

মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ ঘোষণাকে চ্যালেঞ্জ করে একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ইসিতে যে আপিল করেছিলেন, আজ শনিবার (১৭ জানুয়ারি) সেটির শুনানি শেষে ইসি এই সিদ্ধান্ত দেন। 

 

ঋণ খেলাপির অভিযোগ এনেই এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোয়নপত্র বাতিলে ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগের পর মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেন।

 

কিন্তু এখানেও হতাশ হতে হয় ধানের শীষের প্রার্থীকে। তার আবেদন নামঞ্জুর করে ইসি।

 

এছাড়া, মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপির ইস্যুটি উচ্চ আদালতেও গড়ায়। ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট।

 

বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। এই আবেদনের শুনানি নিয়ে গত ৮ জানুয়ারি হাইকোর্টের আদেশটি স্থগিত করেন চেম্বার আদালত। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল আহসান মুন্সী।

 

কিন্তু হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়া আগের আদেশ বহালই রাখেন চেম্বার আদালত।

 

১৪ জানুয়ারির এই আদেশে ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইর্কোটের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়।