ঢাকা শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬, ৫ই মাঘ ১৪৩২


ইসিতে আপিল শুনানিতে হট্টগোল


১৭ জানুয়ারী ২০২৬ ২০:৩৩

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের শুনানিতে হট্টগোল, উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এই হট্টগোল হয়। 

 

এ সময় উপস্থিত সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবিদের কাছে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে ব্যাখ্যা চায় ইসি। তাদের কাছ থেক ব্যাখ্যাগ্রহণের শেষ দিকে আপিল শুনানি দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দেয় ইসি। কমিশন আসন ত্যাগ করার পরপর মঞ্চের সামনে আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা জড়ো হতে থাকেন। তখন তারা বাদানুবাদে জড়িয়ে পড়েন।

 

এই জটলার মাঝে উপস্থিত থাকা ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সেখানে উপস্থিত বিরোধীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের শুনানিও রয়েছে।

 

আরেকটি আপিলের শুনানির জন্য সেখানে উপস্থিত থাকা কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি আব্দুল আউয়াল মিন্টুর ক্ষোভ প্রকাশ নিয়ে আপত্তি তোলেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

 

পরে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সরিয়ে নেন। তখন তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বিরতির পর শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে এ নিয়ে অভিযোগ তুলে ধরে বলেন, আব্দুল আউয়াল মিন্টু গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেন।