ঢাকা বৃহঃস্পতিবার, ২২শে জানুয়ারী ২০২৬, ৯ই মাঘ ১৪৩২


ইউরোপকে ভালোবাসি কিন্তু তারা সঠিক পথে এগোচ্ছে না


২১ জানুয়ারী ২০২৬ ২২:০৭

সংগৃহীত

ইউরোপের শীর্ষ নেতা ও ব্যবসায়ীদের উপস্থিতিতেই ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) মঞ্চে দেয়া বক্তব্যে তিনি কড়া সমালোচনা করেন। 

 

ডাভোসে বক্তব্যে ট্রাম্প বলেন, ইউরোপের কিছু অংশ এখন চেনার মতো নেই। তিনি বলেন, বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে ফিরে এসে বলেন, তারা ইউরোপকে আর চিনতে পারছেন না। তার ভাষায়, এটি ইতিবাচক নয়, বরং খুবই নেতিবাচক।

 

ট্রাম্প বলেন, ইউরোপের অভিবাসন ও অর্থনৈতিক নীতির কারণে ভয়াবহ পরিণতি দেখা দিয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রে ঘটেছে অর্থনৈতিক অলৌকিকতা। তিনি বলেন, তিনি ইউরোপকে ভালোবাসেন এবং ইউরোপের উন্নতি চান। কিন্তু ইউরোপ সঠিক পথে এগোচ্ছে না।

 

বক্তব্যের শুরুতে ট্রাম্প ডাভোসের প্রশংসা করেন। কক্ষে উপস্থিত বিশ্বনেতা ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আবার ডাভোসে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত। এরপর তিনি যুক্তরাষ্ট্রে তার প্রথম বছরের অর্জনের কথা তুলে ধরেন এবং বলেন, তিনি আমেরিকা থেকে অসাধারণ সুখবর নিয়ে এসেছেন।

 

এদিকে ডাভোস ফোরামকে ঘিরে গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইউরোপীয় নেতৃবৃন্দ এই ফোরামকে কূটনৈতিক উদ্যোগের সুযোগ হিসেবে ব্যবহার করতে চান। লক্ষ্য, গ্রিনল্যান্ড নিয়ে সৃষ্ট টানাপোড়েন প্রশমিত করা।