ঢাকা বৃহঃস্পতিবার, ২২শে জানুয়ারী ২০২৬, ৯ই মাঘ ১৪৩২


বাস্তবতা বিবেচনায় দেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর


২১ জানুয়ারী ২০২৬ ২২:০৯

সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি ব্যাংক রেখে বাকিগুলো মার্জ করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তার মতে, সুশাসন নিশ্চিত করতে হলে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট।

 

বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ব্যাংকিং খাত: বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

গভর্নর বলেন, দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে ব্যাংক থেকে ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে। এর একটি অংশ পাচারও হয়েছে।সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না হলে ব্যাংক খাতে আবারও রাজনৈতিক প্রভাব ফিরে আসার আশঙ্কা থাকতে পারে।

 

তিনি বলেন, ভবিষ্যতেও কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা—তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। মার্চের মধ্যে খেলাপি ঋণ ২৫ শতাংশে নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর।

 

এসময় ক্যাশলেস সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে গভর্নর বলেন, রাজস্ব ফাঁকির প্রধান মাধ্যম হলো নগদ লেনদেন। ক্যাশলেস ব্যবস্থা চালু করা গেলে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব। 

 

এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ব্যাংকিং সেবার আওতায় আনার আহ্বান জানান গভর্নর।