ঢাকা শনিবার, ২৪শে জানুয়ারী ২০২৬, ১১ই মাঘ ১৪৩২


যারা বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়


২৩ জানুয়ারী ২০২৬ ২১:৪১

সংগৃহীত

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, যারা তাদের বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলামের পক্ষে, আর ইসলামের পক্ষের একমাত্র প্রতীক হলো হাতপাখা।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা-৫ আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

যাত্রাবাড়ীর কাজলারপাড়ে আয়োজিত এই জনসভায় রেজাউল মুহাম্মাদ রেজাউল করীম তরুণদের উদ্দেশে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

 

তিনি আরও বলেছেন, এই দেশ আল্লাহর ওপর বিশ্বাসী মানুষের দেশ। এখানে কোনো জুলুম ও অন্যায়ের রাজনীতি চলতে দেয়া হবে না।

 

সভায় ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ ইবরাহীম বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটানো হবে এবং ভারতীয় আধিপত্যবাদ আর থাকবে না।