ঢাকা বুধবার, ২১শে জানুয়ারী ২০২৬, ৯ই মাঘ ১৪৩২


হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানকে হারিয়েছে আর্সেনাল


২১ জানুয়ারী ২০২৬ ০৯:০৪

সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ৬ ম্যাচের ৬টিতেই জিতে অপরাজেয় মিকেল আর্তেতার দল। এই ছয় ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র ১টি। তবে নিজেদের মাঠ সানসিরোতে অবশ্য কিছুটা এগিয়েই থাকার কথা ছিলো ইন্টার মিলানের। কিন্তু প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি মিলান। 

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ইন্টার মিলানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের ১০ মিনিটেই ইন্টারকে স্তব্ধ করে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর ১৮ মিনিটে সুচিচ গোল করলে গ্যালারির দর্শকরা অনেকটা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সবার ধারণা ছিলো এই ম্যাচে জয় ছিনিয়ে আনবে ইন্টার মিলান।

 

তবে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গানার্সরা অনেকটা ভয়হীন ফুটবল খেলে ইন্টারের রক্ষনভাবে একের পর এক আক্রমণ করতে থাকে। মাত্র ৩১ মিনিটের মাথায় গানার্সদের হয়ে আবার গোল করে দলের জন্য লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। 

 

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে তেমন কোন ভালো সুযোগ তৈরি করতে পারেনি ইন্টার। ম্যাচের শেষ দিকে, অর্থাৎ ৮৪ মিনিটে গানার্সদের হয়ে লিড বাড়ান ভিক্টর গাইওকারাস। অবশেষে ৩-১ এর জয় পায় মিকেল আর্তেতার দল। তাতেই সাত ম্যাচে সাত জয় তুলে নিলো গানাররা।