ঢাকা বৃহঃস্পতিবার, ২২শে জানুয়ারী ২০২৬, ১০ই মাঘ ১৪৩২


সিলেটকে হারিয়ে বিপিএলের মেগা ফাইনালে রাজশাহী


২২ জানুয়ারী ২০২৬ ১০:০৫

সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫৩ রানে শেষ হয় সিলেটের ইনিংস।

 

বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট।

 

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় টাইটান্সের ব্যাটাররা। দলীয় ৭ রানেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। জাকির ও আরিফুল উভয়ই ফিরে যান শূন্য রানে।

 

এরপর দলের হাল ধরেন ইমন। মঈন আলী ইমনকে সঙ্গ দিতে না পারলেও ভালো পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন স্যাম। ব্যক্তিগত ৪৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন ইমন। স্যামের ব্যাট থেকে আসে ৩৭ রান।