ঢাকা মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৮ই মাঘ ১৪৩২


আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ


২০ জানুয়ারী ২০২৬ ১২:৪৫

সংগৃহীত

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে দুপুর দেড়টায় শুরু হবে এই ম্যাচ। 

 

প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। যেকোন মূল্যে আজিজুল হাকিম, জাওয়াদ আবরাররা পূর্ণ ২ পয়েন্ট পেতে চায়।  

 

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের সবশেষ ১০ দেখায় ৭টি জয় পেয়েছ টাইগার যুবারা। 

 

এর আগে, ২০২০ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়েই বাংলাদেশ ফাইনালে ওঠে এবং প্রথম শিরোপা জয় করে। এই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। কুইন্স স্পোর্টস ক্লাবের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক। তবে শুরুতে সহায়তা পায় পেসাররা।