ঢাকা বৃহঃস্পতিবার, ২২শে জানুয়ারী ২০২৬, ১০ই মাঘ ১৪৩২


সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান


২২ জানুয়ারী ২০২৬ ১০:০৬

সংগৃহীত

সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে তার গাড়িবহর মাজার এলাকায় পৌঁছায়। এরপর তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন।

 

তারপর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।

 

এর আগে, সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সাথে আছেন স্ত্রী জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ।