ঢাকা রবিবার, ২৫শে জানুয়ারী ২০২৬, ১৩ই মাঘ ১৪৩২


জামালপুরের বেশিরভাগ ভোটারদের নেই 'হ্যাঁ' বা 'না' ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা


২৫ জানুয়ারী ২০২৬ ১১:৫৯

সংগৃহীত

নির্বাচনের বাকি মাত্র দুই সপ্তাহ। অভ্যুত্থানের স্বীকৃতির জন্য এই নির্বাচনে যুক্ত করা হয়েছে গণভোট। কিন্তু, জামালপুরের বেশিরভাগ ভোটারদের নেই 'হ্যাঁ' বা 'না' ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা। 

 

২১ লাখ ভোটারকে গণভোটের ধারণা দিতে, জেলা তথ্য অফিসকে দেয়া হয়েছে মাত্র ২ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ। অর্থাৎ, ভোটার প্রতি খরচ গড়ে ৯ পয়সা। ফলাফল—প্রচার হচ্ছে সীমিত; বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছাচ্ছে না তথ্য।

 

তথ্য অফিসের পাশাপাশি জেলা-উপজেলা প্রশাসনসহ সরকারি সকল দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা ইতিমধ্যে সমাজিক যোগাযোগমাধ্যম ও ব্যানারে। তবুও জেলার বেশিরভাগ ভোটারই এখনও স্পষ্ট ধারণা পাননি গণভোট সম্পর্কে। তারা বলছেন, প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন। তাহলেই এই উদ্যোগ ফলপ্রসূ হবে।

 

সীমাবদ্ধতা থাকলেও জেলার প্রান্তিক মানুষের কাছে গণভোটের প্রচারণা পৌঁছাতে কাজ করার কথা জানান জেলা তথ্য কর্মকর্তা।

 

জামালপুর জেলা সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, ইতিমধ্যে ১ লাখ লিফলেট বিতরণের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এই প্রচার ছড়িয়ে দিতে নানাভাবে কাজ করা হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

 

জামালপুর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জামালপুরের পাচঁটি আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ১২ হাজার ১৮৭ জন। এর মধ্যে নারী ১০ লাখ ৫৮ হাজার ৪১ জন ও পুরুষ ভোটার ১০ লাখ ৫৪ হাজার ১২৯ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।