এক বছরের জামিন পেলেন খালেদা জিয়া!
দীর্ঘদিন ধরে কারাবন্দি অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলাসহ আরো কয়েকটি মামলা চলমান। দুর্নীতির মামলা বাদে অন্য মামলাগুলোর মধ্যে মানহানির দুইটি মামলা রয়েছে। মামলা দু’টিতে বেগম জিয়ার জামিনের মেয়াদ শেষ হয়েছে। তাঁর আইনজীবীদের আবেদনে এই দুই মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে আরো একবছর। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আদালত এই আদেশ দেয়।
প্রসঙ্গত, যে দুইটি মামলায় খালেদা জিয়াকে জামিন দেয়া হয়েছে তার একটি দায়ের করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে। খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর ওই মামলা করেন। দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন এ বি সিদ্দিকী। খালেদার বিরুদ্ধে অপর মানহানির মামলাটির বাদীও এ বি সিদ্দিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে ২০১৭ সালের ২৫ জানুয়ারি মামলাটি দায়ের করেন তিনি।
নতুনসময়/আইকে