ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


কাল শুনানি, প্রথম আলো সম্পাদকসহ আবেদনকারীদের গ্রেপ্তার না করার নির্দেশ


২০ জানুয়ারী ২০২০ ০৪:২২

ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ছয় জনের জামিন আবেদনের ওপর আগামীকাল সোমবার শুনানি হবে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হবে। আদালত শুনানি পর্যন্ত প্রথম আলো সম্পাদকসহ আবেদনকারীদের গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন।

এ মামলায় গত বৃহস্পতিবার মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। মতিউর রহমান ও আনিসুল হক ছাড়াও জামিন চেয়ে আবেদন করেছেন কিশোর আলোর সিনিয়র সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল এবং নির্বাহী শাহ পরাণ তুষার, কিশোর আলোর নির্বাহী সুভাশিষ প্রমানিক।

নতুনসময়/আইকে