ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাবি ছাত্রীকে ধর্ষণ, আদালতে মজনুর স্বীকারোক্তি


১৭ জানুয়ারী ২০২০ ০৭:৪৬

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি মজনু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর হকিম মো. তোফাজ্জাল হোসেন আসামির জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে রিমান্ডে থাকার সময় আসামি মজনু ঘটনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার ইচ্ছার কথা জানায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক আসামি মজনুকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। জবানবন্দি গ্রহণের পর তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে ফুটপাত দিয়ে যাওয়ার সময় মজনু তাকে পেছন থেকে গলা ধরে মাটিতে ফেলে দেন। তার গলা চিপে ধরেন। ছাত্রী চিৎকার করতে গেলে মজনু তাকে কিলঘুষি মারেন। ভয়ভীতি দেখান। এক পর্যায়ে ওই ছাত্রী অজ্ঞান হয়ে গেলে তাকে ধর্ষণ করেন মজনু। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান তার সহপাঠীরা। ধর্ষণের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

নতুনসময়/আইকে