মুন্সিগঞ্জে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
 
                                মুন্সিগঞ্জ সদরের নাহাপাড়া এলাকায় বসতঘরের পেছন থেকে ঝর্ণা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঝর্ণা মৃত মোহাম্মদ মহসিন মিয়ার স্ত্রী ও একই গ্রামের জয়নাল কাজীর মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ২টার ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ঝর্ণা বেগমের স্বামী মহসিন মিয়া মারা যাওয়ার পর থেকেই ঝর্ণা বেগম তার স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলো। তার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে তবে কিভাবে এই ঘটনা ঘটেছে বা এটি হত্যাকাণ্ড কিনা তা জানাতে পারেনি স্থানীয়রা।
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নতুনসময়/এএম
মুন্সিগঞ্জ, বসতঘর, নারী, মরদেহ, উদ্ধার, পুলিশ

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            