ঢাকা মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২


ক্যাবল টিভি দর্শক ফোরামের সাংগঠনিক সম্পাদকের বাবার মৃত্যুতে শোক


৫ মার্চ ২০১৯ ০৫:৫৬

ফাইল ছবি

বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শাহীন এর বাবা মোঃ হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি এরফানুল হক নাহিদ ও মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মৃত্যুকালে মোঃ হাবিবুর রহমান এর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি গত ২১ ফেব্রুয়ারি থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ১ মার্চ ভোরে তিনি মৃত্যুবরণ করেন। বিকেলে গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।