ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন


৭ অক্টোবর ২০২৪ ১২:৫১

ছবি : সৌজন্য

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১ টায় সংগঠনের চেয়ারপার্সন এডভোকেট এলিনা খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিএইচআরএফ এর বোর্ড অব ট্রাস্টি’র পরিচালক(এম জে এফ) সালমা আদিল,  বিএইচআরএফ এর পরিচালক এড. আসিফ সরকার পিয়াল,  বিএইচআরএফ এর ঢাকা মহানগর ও উত্তরা শাখার নেতৃবৃন্দ; যথাক্রমে তাহমিনা তারমিন বিনু, তানিয়া আরমিন রিনু, ডা. তামজিদ ওয়াসিফ রহমানসহ প্রমুখ।

উল্লেখ্যঃ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ন্যাশনাল ইনিষ্টিটিউট ট্রমাটলোজী এন্ড অর্থপেডিক্স রিহ্যাবিটেশন (এনআইটিওআর)হাসপাতালে জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত চিকিৎসাধীনদের চিকিৎসার অগ্রগতি দেখতে সেখানে যান। এসময় তাঁরা গুরুতর আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ৪৩ জন আহতদের উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করেন।

এরপর বিএইচআরএফ এর নেতৃবৃন্দ হাসপাতাল কতৃপক্ষ ও চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করেন এবং আহতদের উন্নত চিকিৎসার ওপর জোর দেন। পাশাপাশি হাসপাতাল কতৃপক্ষ, নার্স ও চিকিৎসকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন মানবাধিকার নেতৃবৃন্দরা।


হিউম্যান রাইটস, অভ্যুত্থান, বিএইচআরএফ