ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


ট্রাম্প টয়লেট টিস্যুর চাহিদা আকাশচুম্বী


৪ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৪

একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা কারণেই বিতর্কে জড়াচ্ছেন তিনি। এবার আলোচনা-সমালোচনার নতুন ইস্যু ‘ ট্রাম্প টয়লেট টিস্যু’। ট্রাম্পের ছবি সম্বলিত শৌচাগার টিস্যু তৈরি করেছে ট্রাম্প বিরোধী বিশ্বের কয়েকটি দেশের কোম্পানী।

চীনের একটি কোম্পানি ট্রাম্পের মুখের ছবি সম্বলিত টয়লেট পেপার তৈরি করেছে। খোদ যুক্তরাষ্ট্রের বাজারেই এখন এই টিস্যুর রমরমা ব্যবসা হচ্ছে। এর চাহিদা এখন আকাশচুম্বী বলে জানিয়েছে বিশ্বের কয়েকটি সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্রের প্রসাধনী বাজারে ২টি ট্রাম্প টয়লেট পেপার রোলের মূল্য ৯.৯৫ ডলার। ৫টি ট্রাম্প টয়লেট পেপার রোলের মূল্য ১৬.৯৫ ডলার এবং ১০টি ট্রাম্প টয়লেট পেপার রোলের মূল্য ২৬.৯৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এই টয়লেট পেপারের প্রত্যেকটি শিটে রয়েছে ট্রাম্পের চুম্বনরত বিশেষ আকর্ষণীয় ছবি।

জানা গেছে, দোকানে এসেই ক্রেতারা নাকি ট্রাম্প টয়লেট টিস্যুর খোঁজ করছেন। ট্রাম্পবিরোধী আন্দোলনে চীনের আরো কয়েকটি কোম্পানির স্লোগান, 'ডাম্প উইথ ট্রাম্প।'

চীনের ওপর ক্ষোভ প্রকাশ করার কারণেই চীনের শত্রু হতে হয় ডোনাল্ড ট্রাম্পকে। তাঁর অভিযোগ ছিল, আমেরিকার কর্মসংস্থান চুরি করে আমেরিকার বাজারই দখলে নিয়েছে চীন। এই অভিযোগের প্রতিবাদ জানাতেই চীনের বিভিন্ন কম্পানি ট্রাম্প টয়লেট পেপার তৈরি করা শুরু করেছে বলে জানা গেছে।

এমএ