শীতার্তকে নিজের জ্যাকেট খুলে দিলেন এমপি জগলুল

কনকনে শীত, সেই সাথে বিকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। সকলেই গরম পোশাকে নিজেকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগরে নির্বাচনী এলাকার স্বল্প আয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে করতে একসময় সাথে থাকা সকল কম্বল ফুরিয়ে যায় এমপি জগলুল আহমেদের। হাড় কাঁপানো শীতে একজন শীতার্ত ব্যক্তি একটি কম্বল দিতে অনুরোধ করে।
তখন কম্বল না থাকা স্বত্তেও তাকে না করতে পারেননি। তাই নিজের পরিহিত দামী জ্যাকেটটি খুলে নিজ হাতে তাকে পরিয়ে দেন এবং তার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়াও চান। খুশিতে আত্মহারা মানুষটি প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়াও করেন।
এমপি জগলুল আহমেদ নিজ এলাকায় সাধারণ মানুষের নিকট ব্যাপক জনপ্রিয়। তিনি সাধারণ মানুষের নানা কাজে সহায়তা করে ইতিমধ্যেই এ জনপ্রিয়তা অর্জন করেছেন।