জাফরুর সভাপতি সাজেদুল ইসলাম, সম্পাদক মঈনুদ্দীন নয়ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির (জাফরু) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাজেদুল ইসলাম খান রুবেল (প্রথম ব্যাচ)। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মঈনুদ্দীন মিয়া নয়ন (১১তম ব্যাচ)।
শনিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। সোমবার সংগঠনের মানবসম্পদ ও প্রশাসন বিষয়ক সম্পাদক এনায়েত করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- কমিটিতে সহ-সভাপতি পদে শাহনাজ সিদ্দিকী সোমা (চতুর্থ ব্যাচ) ও মো. পারভেজ হাসান মিল্টন (অষ্টম ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান (১৩তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সোহেল (১৪তম ব্যাচ), অর্থ সম্পাদক আকতারুল ইসলাম (চতুর্থ ব্যাচ), মানবসম্পদ ও প্রশাসন বিষয়ক সম্পাদক এনায়েত করিম (১৭তম ব্যাচ), যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক আরাফাত সিদ্দিক (১২তম ব্যাচ), ক্রীড়া সম্পাদক মেজবাহ-উল-হক (১২তম ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক শাহ আলী জয় (১১তম ব্যাচ) ও জনকল্যাণ সম্পাদক জান্নাতুল বাকেয়া কেকা (পঞ্চম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদুল হাসান রনি (দ্বিতীয় ব্যাচ), সাবরিনা শারমিন শর্মী (পঞ্চম ব্যাচ), সুশান্ত সিনহা (অষ্টম ব্যাচ), বরুন সরকার (১১তম ব্যাচ), রিয়াদুল হক মাহিন (১১তম ব্যাচ), রাশেদ হাসান (১২তম ব্যাচ), সাইফুজ্জামান সুমন (১৮তম ব্যাচ), ফাতিউস ফাহমিদ সৌরভ (১৯তম ব্যাচ), রায়হানুল রানা (২০তম ব্যাচ), আবু জাফর (২১তম ব্যাচ), বহ্নি মাহবুবা (২২তম ব্যাচ)।
কমিটি গঠনের আগে জাফরুর সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়। পারভেজ হাসান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাফরুর সাধারণ সম্পাদক হুমায়ন কবির নয়ন, সহ-সভাপতি রুহুল কুদ্দুস খান সুমন এবং মাহফুজুর রহমান পরাগ, জাহাঙ্গীর আলম ও মাহফুজ মিশু।