ঢাকা মঙ্গলবার, ১৪ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২


ফুটবলার গরু!


১৩ জুলাই ২০১৯ ২০:৪৮

ছবি সংগৃহিত

ফুটবল নিয়ে মেসি-রোনালদোদের নৈপুণ্য তো অনেক দেখেছেন, কিন্তু একটি গরুর ড্রিবলিং কি কখনো দেখেছেন? এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের গোয়ায়। একটি গরুর ফুটবল নৈপুণ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে৷ শিরোনাম হয়েছে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, গোয়ার একটি কর্দমাক্ত মাঠে অনেকক্ষণ ধরে বল পায়ে আটকে রেখেছে গরুটি। সেখানকার অল্প বয়সি খেলোয়াড়দের কেউ এগিয়ে এলে গরুটি তাদের তাড়া করছিল। মাঝের সময়ে মুখ আর পা দিয়ে ড্রিবলিং করতে দেখা যায় গরুটিকে। এক পর্যায়ে বল থেকে তার মনোযোগ অন্যদিকে সরলে একজন যুবক বলে শট করে এবং আরেকজনকে দেয়।

এরপরও থেমে যায়নি গরু খেলোয়াড়। দৌড়ে গিয়ে পুনরায় বল নিজের করে নিতে সক্ষম হয়। এভাবে প্রায় দেড় মিনিট নিজের কাছে রাখে সে।