ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


কুমিল্লায় বাসে বিস্ফোরণে নিহত ২


১২ মার্চ ২০২১ ০৩:৪৫

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ঢাকায় পাঠানো ৯ জনের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- গোলাম রহমান (৭৫), তার মেয়ে শাহীনুর বেগম (৩২), শাহীনুরের মেয়ে সানজিদা (১৩), মিজানুর রহমান তালুকদার, ওমর ফারুক। তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।