ঢাকা শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২


যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীন নামালো সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’


৭ নভেম্বর ২০২৫ ২২:৪৬

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে টক্কর দিয়ে সর্বাধুনিক নতুন বিমানবাহী জাহাজ 'ফুজিয়ান' (এয়ারক্রাফট ক্যারিয়ার) চালু করেছে চীন, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামুদ্রিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, জাহাজটি সম্প্রতি একটি বড় কমিশনিং অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত ছিলেন।

 

ফুজিয়ান চীনের তৃতীয় বিমানবাহী জাহাজ। এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট। এই নতুন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ-চুম্বকের প্রচণ্ড শক্তিতে বিমানগুলোকে ছুড়ে দেওয়া হয়। এর ফলে যুদ্ধবিমানগুলো অনেক বেশি পরিমাণে অস্ত্র ও জ্বালানি নিয়ে উড্ডয়ন করতে পারে। এখন পর্যন্ত বিশ্বে কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক রণতরী 'ইউএসএস জেরাল্ড আর ফোর্ড'-এ এই প্রযুক্তি রয়েছে। তবে, প্রতিযোগিতায় এখন চীনও চলে এসেছে।

 

ফুজিয়ান দেশের প্রথম দুইটি জাহাজ লিয়োনিং ও শানডং থেকে অনেক বেশি শক্তিশালী। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, এটি চীনের নৌবাহিনীর জন্য একটি বড় মাইলফলক।

 

কমিশনিং অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং জাহাজের ডেক ঘুরে দেখেন এবং নৌ-সেনাদের সঙ্গে কথা বলেন। রণতরীর বিমান ওঠা-নামার ডেকে (ফ্লাইট ডেক) চীনের জে-৩৫, জে-১৫টি এবং কেজে-৬০০ যুদ্ধবিমান প্রদর্শন করা হয়।