ফরিদপুরে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, বেশ কয়েকজন আহত
ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ওয়াপদা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়েম ওয়াপদা এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী সামসুদ্দিন মিয়া ঝুনু ও খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিচ্ছিলো। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। ভাঙচুর করা হয় দোকানপাট। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে তাদের বাঁধা দেয়া হয়।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও দুইপক্ষের মধ্যে উত্তজনা চলছে।
